৫ আগস্টের আন্দোলনের তিন মাস পার হতে না হতেই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “এই চেহারা নিয়ে কখনো সাফল্য আসবে না। যতই লম্বা বক্তৃতা দেওয়া হোক, বিভেদ দূর না হলে দেশ এগোবে না।”
জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক স্মরণসভায় মির্জা ফখরুল এ মন্তব্য করেন। শহীদ ডা. শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় তিনি দেশের সাম্প্রতিক সহিংসতা ও বিভাজনের প্রসঙ্গ তুলে ধরেন।
ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছে। ৫ আগস্টের বিজয়ও এসেছে রক্ত ও ত্যাগের বিনিময়ে। কিন্তু এখন আমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করছি, মিডিয়া অফিস পুড়িয়ে দিচ্ছি। এই বাংলাদেশ আমরা চাইনি।”
তিনি আরও বলেন, “ধর্মকে কেন্দ্র করে উন্মাদনা, মিডিয়ায় আক্রমণ এবং সামাজিক বিভাজন দেশের জন্য ভয়ানক পরিস্থিতি তৈরি করছে। কিছু মানুষ নিজেদের জনপ্রিয় ও দেশপ্রেমিক দাবি করে জাতিকে বিভক্ত করছে। আমাদের বুঝতে হবে, কারা সত্যিকার অর্থে দেশের মিত্র আর কারা শত্রু।”
মির্জা ফখরুল সমাজে ঘৃণা ও বিভাজন বন্ধ করে উদার গণতন্ত্রের পথে এগোনোর আহ্বান জানান। তিনি বলেন, “ডা. মিলনসহ অনেকের আত্মত্যাগ আমরা এখনো যথাযথভাবে বাস্তবায়ন করতে পারিনি। ভোটের অধিকার ও স্বৈরাচার দূর করার জন্য লড়াই আজও চলছে। এই সংকট থেকে মুক্তি পেতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
সভায় বিএনপির অন্যান্য নেতারাও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ ও মতামত ব্যক্ত করেন।

