ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে যশোর শহরে বিক্ষোভ মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। সোমবার রাতে বাংলাদেশ সম্মিলিত সনাতন পরিষদের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
সংক্ষিডপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক অখিল চক্রবর্তী ও পার্থ কৃষ্ণ দাস।
এদিকে, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন এক বিজ্ঞপ্তিতে বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার জাতির কাছে ভুল বার্তা দেবে। তিনি দ্রুত চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি জানিয়েছেন।
জাগো /মেহেদী

