কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৬ অটোরিকশা যাত্রীর মৃত্যু, আহত ২

আরো পড়ুন

কুমিল্লার বুড়িচং উপজেলায় আজ (২৬ নভেম্বর) সকালে একটি ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা ৬ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে।

নিহতরা:
নিহতদের মধ্যে রয়েছেন বুড়িচং উপজেলার বাকশীমুল এলাকার আছমত আলীর ছেলে রফিক (৪৪), মালেকের স্ত্রী লুৎফা (৩৩), তৈয়ব আলীর ছেলে সাজু (৩৩), আশ্রাফের ছেলে সফর খান (৩৭), মনিরের স্ত্রী শানু (৩২) এবং একজনের পরিচয় এখনও জানা যায়নি।

আহতরা:
দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন, যাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রতিক্রিয়া:
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেদা আক্তার ও বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় স্থানীয়রা শোকাহত এবং রেলক্রসিংগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার দাবিতে আলোচনা শুরু করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ