শীতার্তদের পাশে ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের মানবতার দেওয়াল

আরো পড়ুন

শীতার্ত ও বস্ত্রহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সদস্যরা। মানুষের অব্যবহৃত ব্যবহার উপযোগী শীতের পোশাক সংগ্রহ করে শীতার্ত মানুষের কাছে পৌছে দিচ্ছে ইয়ামাহা রাইডার্স ক্লাবের একদল সদস্য।
সোমবার (২৫ নভেম্বর) যশোর শহরের বেজপাড়া রানার অফিস মোড়ে উদ্বোধন করা হয় মানবতার দেওয়াল কার্যক্রম। তাদের এই কার্যক্রম চলবে এই মাসব্যাপি।

প্রকৃতির নিয়মেই শীত আসে। আর শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল ও অসহায় মানুষদের কষ্ট। শহরের আশেপাশে বসবাসরত এমন অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতে কাজ করবে এই মানবতার দেওয়াল।

মানবতার দেওয়াল সম্পর্কে জানতে চাইলে ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন আলম পিয়াল জানান, এ ধরনের উদ্যোগ নেয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল। মানবতার এই নিদর্শন স্থানীয় জনগণের মধ্যে সহমর্মিতার এক সুন্দর উদাহরণ সৃষ্টি করেছে। কেউ যদি আরও শীতের কাপড় বা অন্য কোনো সহায়তা প্রদান করতে চান, তাহলে এই উদ্যোগের সাথে যোগ দিতে পারেন। মানবতার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের সমাজকে আরও মানবিক করে তুলবে মনে করেন তিনি।
তিনি আরো বলেন, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িছেন এবং ভবিষ্যৎও পাশে থাকবেন।
তাদের এই ধরনের কাজে সর্বদা সহযোগিতা করার জন্য তিনি এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, আর এস এম সাউথ জোনের তানভীর সজীব, টেরিটোরি ম্যানেজার জহিরুল ইসলাম সুজন, এস আর অরিয়ান মোটরস এর ডিলার আবিদ রিফাতকে ধন্যবাদ জানান।

ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের মডারেটর শরীফ বলেন, মানবতার দেওয়াল পরিচালনায় যারা কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মানবতার দেওয়ালের মত আরও কার্যক্রম করা প্রয়োজন যেন তা মানুষের উপকারে আসে। প্রতিটি মানুষের মনে যেন মানবতা জন্ম নেয়, আমরা যেন জঞ্জাল না হয়ে যাই।

ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও সড়কে চলাচলরথ পথচারীরা।

জাগো/মুমিত

আরো পড়ুন

সর্বশেষ