বাগেরহাটের মোংলায় মাকড়ঢোন এলাকায় এক নারীর নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সবিতা মল্লিক (৪৫) নামে ওই নারীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। অভিযুক্ত তন্ময় মণ্ডল (৩৫) নামে একজনকে খুঁজছে পুলিশ।
ঘটনার বিবরণ:
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মোংলার মেছের শাহ সড়কের সুনীল মল্লিকের বাড়িতে যান তন্ময়। তিনি সুনীলকে খুঁজতে থাকলে সবিতা জানান, তিনি বাড়িতে নেই। এরপর তন্ময় সবিতাকে রাস্তায় এগিয়ে দেওয়ার অনুরোধ করেন। বাড়ির পুকুরপাড়ে পৌঁছানোর পর তন্ময় সবিতাকে দা দিয়ে কুপিয়ে পাশের ডোবায় ফেলে পালিয়ে যান।
তন্ময় পরে বাড়িতে ফিরে সুনীলের কলেজপড়ুয়া মেয়ে হ্যাপি মল্লিককে মারধর করেন এবং তাকে হত্যার চেষ্টা করেন। হ্যাপির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে তন্ময় পালিয়ে যান।
মৃত্যুর কারণ:
স্থানীয়রা সবিতা মল্লিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মৌসুমি ইয়াসমিন জানান, অতিরিক্ত রক্তক্ষরণ ও পানিতে ডুবে সবিতার মৃত্যু হয়েছে।
অভিযুক্তের পরিচয়:
তন্ময় মণ্ডল মোংলার মাকড়ঢোন এলাকার কালিপদ মণ্ডল ওরফে কালুর ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক।
পুলিশের বক্তব্য:
মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, এটি একটি হত্যাকাণ্ড। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তন্ময়কে আটক করা গেলে রহস্য উদঘাটন সম্ভব হবে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ দ্রুত অভিযুক্তকে আটক করে ঘটনার সঠিক কারণ উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।

