বেনাপোলে দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আরো পড়ুন

বেনাপোল রুটে পরিবহন বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠন দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত ২২ নভেম্বর থেকে এই ধর্মঘট শুরু হয়েছে।

পরিবহন বাস মালিকরা জানান, দীর্ঘদিন ধরে পাসপোর্ট যাত্রীদের সেবায় বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টের আন্তর্জাতিক বাস টার্মিনাল ব্যবহার করা হতো। তবে গত বৃহস্পতিবার শার্শা উপজেলা প্রশাসন হঠাৎ করে এই টার্মিনাল বন্ধ করে বেনাপোল চেকপোস্ট থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে পৌর বাস টার্মিনাল চালু করে।

এতে রাতের বাসগুলো চেকপোস্টে প্রবেশ করতে না দিয়ে পৌর টার্মিনালে নামানো হয়, যা যাত্রীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষত রাতে যাত্রীদের ছিনতাই ও নিরাপত্তাজনিত সমস্যার সৃষ্টি হয়। এসব কারণে পরিবহন বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো বেনাপোল রুটে দেশের অন্যান্য এলাকার সাথে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

এই ধর্মঘটের ফলে পাসপোর্ট যাত্রীসহ সাধারণ মানুষের যাতায়াত কার্যত অচল হয়ে পড়েছে। তবে সমস্যার সমাধানে স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ