পুরান ঢাকার মাহবুবুর রহমান মোল্লা কলেজে সোমবার (২৬ নভেম্বর) পার্শ্ববর্তী দুটি কলেজের শিক্ষার্থীদের হামলার ঘটনায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়েছে। এতে অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। মোল্লা কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে, সংঘর্ষে তাদের তিনজন শিক্ষার্থী নিহত হয়েছেন। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই দাবি অস্বীকার করে জানিয়েছে, ঘটনায় কেউ নিহত হয়নি।
রবিবার ন্যাশনাল মেডিকেল কলেজে ভুল চিকিৎসায় মোল্লা কলেজের ছাত্র অভিজিৎ হাওলাদারের মৃত্যুর অভিযোগে শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল ও সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট চালায়। সেই ঘটনার প্রতিবাদে সোমবার সোহরাওয়ার্দী ও নজরুল কলেজের শিক্ষার্থীরা পাল্টা কর্মসূচি নিয়ে মোল্লা কলেজে হামলা চালায়।
বেলা ১২টার দিকে সোহরাওয়ার্দী কলেজ ও নজরুল কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মোল্লা কলেজে প্রবেশ করে। প্রথমে তারা তেমন প্রতিরোধের মুখে না পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সংঘর্ষে দুই পক্ষের শিক্ষার্থীরা রড, লাঠি ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। মোল্লা কলেজের ভবন ভাঙচুরের পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটে। সংঘর্ষে অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে এবং স্থানীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মোল্লা কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ সামীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামলায় তিনজন শিক্ষার্থী নিহত এবং শতাধিক আহত হয়েছেন। এছাড়া, অবকাঠামো ও গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে তিনটি দাবি জানানো হয়:
১. হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি।
২. কলেজে নিরাপত্তা ব্যবস্থা জোরদার।
৩. লুটপাটে ক্ষতিগ্রস্ত সম্পদ ও নথিপত্র উদ্ধার।
ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতের দাবি ভিত্তিহীন এবং এ বিষয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করেছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং সংঘাতের পেছনে কোনো ষড়যন্ত্র থাকলে তা কঠোরভাবে দমন করার ঘোষণা দিয়েছেন।
এই সংঘর্ষে ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
জাগো/মেহেদী

