ম্যাপের নির্দেশনা মেনে সেতু থেকে নদীতে পড়ে গাড়ি, নিহত ৩

আরো পড়ুন

প্রযুক্তির ওপর অন্ধ নির্ভরশীলতা মর্মান্তিক পরিণতির কারণ হলো ভারতের উত্তর প্রদেশে। রবিবার, বেরেলি জেলায় গুগল ম্যাপের নির্দেশনা মেনে গাড়ি চালানোর সময় একটি নির্মাণাধীন সেতু থেকে নদীতে পড়ে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন।

গাড়িটি বাদুয়ানি জেলার বেরেলি থেকে দাতাগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় বাসিন্দারা সেতুর নিচে ওয়াগন আর গাড়িটি পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে।

সার্কেল পুলিশ অফিসার আশুতোষ শিভাম জানান, চলতি বছরের বন্যায় সেতুটির একটি অংশ ভেঙে নদীতে পড়ে যায়। তবে জিপিএস রুটটি আপডেট না থাকায় গাড়ির চালক বুঝতে পারেননি যে পথটি নিরাপদ নয়।

নিহতদের পরিবারের সদস্যরা মর্গে গিয়ে জানান, গাড়ির চালক গন্তব্যে পৌঁছাতে গুগল ম্যাপের সাহায্য নিচ্ছিলেন। সেতুটি ভেঙে যাওয়ার পরও সেখানে কোনো ব্যারিকেড না থাকায় তারা স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। পরিবারটি জেলা প্রশাসককে ঘটনাটির জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

এই ঘটনায় স্থানীয় প্রশাসনের অবহেলা নিয়ে জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ