যশোর মহিলা কলেজে ব্যাডমিন্টনের নামে হইচই, পড়াশুনার পরিবেশ নষ্ট

আরো পড়ুন

যশোর সরকারি মহিলা কলেজে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ব্যাডমিন্টন খেলার নামে চিল্লাচিল্লি ও আড্ডাবাজি চলছে। এতে হোস্টেলে থাকা ছাত্রীদের পড়াশুনায় বিঘ্ন ঘটছে এবং স্থানীয় বাসিন্দারাও বিরক্ত। অভিযোগ উঠেছে, কলেজের নাইট গার্ডের সহযোগিতায় কিছু শিক্ষক ও বহিরাগতরা এই অরাজকতায় জড়িত।

প্রতিদিন বিকেলে কলেজ বন্ধ হওয়ার পর সন্ধ্যায় নাইট গার্ডের মাধ্যমে কিছু শিক্ষক ও বহিরাগতরা কলেজে প্রবেশ করেন। এরপর কলেজের বিভিন্ন রুমে আড্ডা এবং ব্যাডমিন্টন খেলার নামে হৈচৈ শুরু হয়। স্থানীয় বাসিন্দারা এই ব্যাপারে অভিযোগ জানালেও উল্টো হুমকির সম্মুখীন হচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “শিক্ষক ও বহিরাগতদের কারণে হোস্টেলে থাকা শিক্ষার্থীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাদের চিল্লাচিল্লি এবং হুমকির কারণে আমরা ভীত-সন্ত্রস্ত। পড়াশুনার পরিবেশ নষ্ট হচ্ছে।”

আরেক শিক্ষার্থী বলেন, “পড়াশুনার জন্য এখানে এসেছি, কিন্তু শিক্ষকদের এই আচরণ আমাদের মনোবল ভেঙে দিচ্ছে।”স্থানীয় ভাড়াটিয়া শফিকুল আলম বলেন, “এখানে রাতের হইচই মাতালের মতো আচরণ মনে হয়। এসব শিক্ষকদের শাস্তির ব্যবস্থা করা উচিত।”

এই বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক বলেন, “রাতে ব্যাডমিন্টনের নামে কোনো হইচই হচ্ছে কিনা তা খতিয়ে দেখব। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয়রা এবং শিক্ষার্থীরা এই অরাজকতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ