ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। রবিবার বিকেল সাড়ে ৪টায় কোটচাঁদপুর-বিদ্যাধরপুর সড়কের আলামপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের বাসিন্দা ও ওয়ারিস ইসলামের ছেলে। এলাকাবাসীর বরাতে জানা গেছে, নুরুল ইসলাম মালাধরপুর গ্রাম থেকে বাইসাইকেলে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। আলামপুর এলাকায় পৌঁছালে তিনি সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাকের নিচে পড়ে যান। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ওসি ফয়েজ আহম্মেদ জানিয়েছেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
জাগো/মেহেদী

