যশোরে তিনদিনব্যাপী জেলা ইজতেমা শুরু ২৯ নভেম্বর

আরো পড়ুন

যশোর উপশহর মারকাজ মসজিদ প্রাঙ্গণে আগামী ২৯ নভেম্বর থেকে তিনদিনব্যাপী জেলা ইজতেমা শুরু হচ্ছে। দিল্লীর নিজাম উদ্দীন মার্কাস মসজিদের আমির মাওলানা সাদের অনুসারীদের আয়োজনে এই ইজতেমা অনুষ্ঠিত হবে। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

ইজতেমার মাঠ প্রস্তুতির জন্য স্বেচ্ছাশ্রমে প্রায় একশ’ মুসল্লি দিনরাত কাজ করছেন।প্যান্ডেল তৈরি, খিত্তা নির্ধারণ, বৈদ্যুতিক লাইন স্থাপন। ২০টি নলকূপ ও গভীর নলকূপ স্থাপন। দুই শতাধিক টয়লেট তৈরি।

কেশবপুরের সুফলাকাঠি থেকে আসা হাফিজুর রহমান জানান, তিনি ও তার সঙ্গীরা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে স্বেচ্ছাশ্রমে মাঠ তৈরিতে অংশ নিচ্ছেন। এভাবে প্রতিদিন বিভিন্ন উপজেলার মুসল্লিরা মাঠ প্রস্তুতিতে কাজ করে যাচ্ছেন।

আয়োজক কমিটির প্রধান এসএম ইয়ামিনুর রহমান জানিয়েছেন, ইজতেমায় যশোরের আটটি উপজেলার ৫০-৬০ হাজার মুসল্লি এবং আশপাশের জেলা থেকে বহু ধর্মপ্রাণ মানুষ অংশ নেবেন।

২৯ নভেম্বর, শুক্রবার, আম বয়ান। শুক্রবার জুমার নামাজে বৃহৎ জমায়েত। ১ ডিসেম্বর, রবিবার, বেলা ১০টায় হেদায়েতের বয়ান ও আখেরি মুনাজাত।

এই ইজতেমা মুসলিম ধর্মপ্রাণদের জন্য আধ্যাত্মিক উন্নতির একটি বড় আয়োজন, যেখানে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এসে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক বন্ধনও দৃঢ় করবেন।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ