চৌগাছায় সুদখোরের খপ্পরে ব্যবসায়ী দিশেহারা, ভিটেমাটি হারানোর আশঙ্কা

আরো পড়ুন

যশোরের চৌগাছার মুরগি ব্যবসায়ী আমির আলী সুদখোরের চাপে দিশেহারা হয়ে পড়েছেন। তিন লাখ টাকা সুদে নিয়ে নয় লাখ টাকা পরিশোধ করার পরও কৌশলে তার বাড়ি লিখে নিয়েছে সুদখোর। শনিবার সকালে চৌগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

আমির আলী জানান, ব্যবসায়িক সংকটের কারণে ২০১০ সালে স্বরুপদাহ ইউনিয়নের সোহরাব হোসেন লালের কাছ থেকে তিন লাখ টাকা সুদে নেন। প্রতিদিন ৫০০ টাকা করে সুদ পরিশোধ করতে থাকেন, যা খাতায় স্বাক্ষর করা রয়েছে। কিন্তু মাঝে মাঝে টাকা দিতে দেরি হলে লাল কৌশলে একটি স্টাম্পে তার স্বাক্ষর নেন।

২০১২ সালে লাল তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি স্টাম্পে সই করিয়ে বলেন, “তুই টাকা দিতে ঘুরাচ্ছিস, তাই সই নিয়েছি।” পরে, ঢাকায় গিয়ে কিছু টাকা উপার্জন করে ফেরার পর এক লাখ টাকা দিয়ে সেই স্টাম্প ফেরত চাইলে লাল তা ফেরত না দিয়ে সময় ক্ষেপণ করেন।

এরপর কয়েক বছর কেটে যায়। আমির আলী নতুন করে ব্যবসা শুরু করলে লালের ভাই মুকুল মুরগি বাকিতে নিয়ে বলেন, পাওনা টাকা থেকে তা কেটে নেওয়া হবে। এভাবে ৪৭ হাজার টাকার মুরগি নিয়ে দেনা শোধের কথা বলে টালবাহানা করেন।চলতি মাসের ২২ তারিখে সোহরাব হোসেন লাল এবং তার ভাই বকুল ও মুকুল আমির আলীর বাড়ি দখল করতে গেলে প্রতিবেশীদের বাধার মুখে সরে যেতে বাধ্য হন। লাল দাবি করেন, স্টাম্পের মাধ্যমে বাড়ি তার নামে হয়ে গেছে।

আমির আলী অভিযোগ করেন, সুদখোর লাল এবং তার পরিবার তাকে ও তার পরিবারকে নিয়মিত জীবননাশের হুমকি দিচ্ছে। তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

সংবাদ সম্মেলনে আমির আলীর স্ত্রী আলেয়া বেগম এবং পুত্রবধূ রুমা খাতুন উপস্থিত ছিলেন। তারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ এবং এই অন্যায়ের প্রতিকার চান।

আরো পড়ুন

সর্বশেষ