এই খবরটি যশোর জেলার শার্শা ও চৌগাছা উপজেলায় কিছু গুরুত্বপূর্ণ সরকারি সম্পত্তি উদ্ধার নিয়ে। শার্শা উপজেলার সাবেক এমপি শেখ আফিল উদ্দীন এবং চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা সরকারি জমি অবৈধভাবে দখল করেছিলেন। প্রশাসন সম্প্রতি এসব জমি উদ্ধার করেছে এবং সেগুলোর উপর সরকারি সাইনবোর্ড ও লাল নিশানা টাঙিয়ে দিয়েছে।
শার্শার ১২৩ বিঘা এবং চৌগাছার ১২ বিঘা জমি দখলমুক্ত করা হয়েছে। শার্শায় সাবেক এমপি আফিল উদ্দীনের দখলে থাকা জমি জাল দলিল ব্যবহার করে বিভিন্ন নামে দখল করা হয়েছিল। চৌগাছায়, এসএম হাবিবুর রহমানের বিরুদ্ধে ৩০ বছর ধরে জমি দখলে রাখার অভিযোগ রয়েছে। এই ঘটনাগুলোর জন্য স্থানীয় প্রশাসন দীর্ঘদিন ধরে তদন্ত করেছে এবং অবশেষে দখল মুক্ত করেছে। জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম জানিয়েছেন যে, সরকারি জমি বা অন্য কারো মালিকানাধীন জমি অবৈধভাবে দখল করা যাবে না এবং এই বিষয়ে প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে।

