যশোরের মনিরামপুরে হরিহর নদী থেকে অবৈধ দখলদার মুক্ত এবং কচুরিপনা পরিষ্কারের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার দেব প্রসাদ পাল এই কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না, সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, পৌর নির্বাহী অফিসার কামাল হোসেন, থানা অফিসার ইনচার্জ পলাশ বিশ্বাস এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম জানান, এ অভিযানে হরিহর নদী থেকে অবৈধ দখলমুক্ত করে পাঁচ শতক জমি উদ্ধার করা হয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

