বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ায় আহত ১০

আরো পড়ুন

গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় ভাঙচুর করা হয় দোকানপাট ও মোটরসাইকেল।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলা পরিষদের গেটে এই উত্তেজনার সূত্রপাত হয়। মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামায়াতপন্থি রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শুনানি চলাকালীন উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুনানি শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা চৌমাথা মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষ থামে।

স্থানীয় পুলিশ জানায়, ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় দোকানপাট ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে একে অপরকে দোষারোপ করা হচ্ছে। বিএনপি নেতারা দাবি করেন, জামায়াতের কর্মীরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে জামায়াত নেতারা অভিযোগ করেন, বিএনপি তাদের চেয়ারম্যানকে আক্রমণ করেছে।

বর্তমানে এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ