ঝিকরগাছায় দুই সাংবাদিকের ওপর হামলা

আরো পড়ুন

যশোর জেলা প্রতিনিধি জিয়াউল হক এবং ক্যামেরাপার্সন শরিফ খান সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে।

হামলাকারীরা শরিফ খানকে মারধর করে ক্যামেরা ভাংচুর ও ডকুমেন্ট নষ্ট করে। দুই সাংবাদিককে অবরুদ্ধ অবস্থায় রাখে। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ এবং স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

জিয়াউল হক জানান, কৃষ্ণনগরের বাসিন্দা মকবুল হোসেন ও তার ছেলে এএসপি ফখরুল ইসলামের বিরুদ্ধে জমি দখল, ভুয়া মুক্তিযোদ্ধা সেজে ভাতা উত্তোলনসহ বিভিন্ন অভিযোগের তদন্তের জন্য তারা সেখানে যান। অভিযোগ তদন্তকালে কয়েকজন যুবক তাদের ওপর হামলা চালায়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় প্রেস ক্লাব যশোরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা জানিয়েছে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

সাংবাদিক ইউনিয়ন যশোর ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনও এ ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ