বাংলাদেশি কিশোর হাফেজ আনাস মাহফুজ কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। ১২ বছর বয়সী এই প্রতিভাবান শিক্ষার্থী ছোটদের বিভাগ ‘সিগারুল হুফফাজ’ (৮-১২ বছর)-এ প্রথম স্থান অধিকার করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। তার মামা মুফতি মামুন আবদুল্লাহ কাসেমী তার পুরস্কারপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এই প্রতিযোগিতাটি আয়োজিত হয় কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। এবারের প্রতিযোগিতা ছিল ১৩তম, যা ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত কুয়েতের ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত হয়। এতে ৭৪টি দেশের প্রতিযোগীরা অংশ নেয়।
বাংলাদেশের তিনজন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন। আনাস ছাড়াও হাফেজ সালেহ আহমাদ তাকরীম ‘কিবারুল হুফফাজ’ (অনূর্ধ্ব-১৯) বিভাগে অংশগ্রহণ করে এবং কারি আবু জর গিফারি কিরাত বিভাগে তৃতীয় স্থান অধিকার করে।
হাফেজ আনাস ঢাকার মারকাজুল ফয়জুল কোরআন আল ইসলামী মাদ্রাসার শিক্ষার্থী। তার হিফজের যাত্রা শুরু হয় মায়ের কাছ থেকে। আনাসের মা শাহনাজ পারভিন নিজেও একজন হাফেজা এবং মাদ্রাসার শিক্ষিকা। তার দাদা ও নানা উভয়েই আলেম এবং ধর্মীয় ক্ষেত্রে খ্যাতিমান ব্যক্তিত্ব।
গোপালগঞ্জ সদরের উলপুর গ্রামে জন্ম নেওয়া আনাস বর্তমানে মিরপুরের মারকাজুল ফয়জুল কোরআনে অধ্যয়নরত। এর আগেও তিনি এবং তার প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছে।
এই সাফল্য বাংলাদেশের জন্য এক বড় গৌরব। হাফেজ আনাসের মতো প্রতিভাবানরা আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করছে।

