রামনগরে যুবলীগের মিছিলের চেষ্টা, স্থানীয়দের প্রতিরোধ, আটক ৩

আরো পড়ুন

যশোর সদরের রামনগর এলাকায় যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে স্থানীয়দের বাঁধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

সোমবার সন্ধ্যায় এই ঘটনায় তিন যুবলীগ কর্মী আটক হন, যাদের মধ্যে দুইজন বিএনপির অফিস ভাংচুর মামলার আসামি বলে জানা গেছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার একটু আগে, রামনগর কানাইতলা এলাকায় যশোর-চুকনগর সড়কের পাশে একদল যুবক মাস্ক পরে এবং সরকারের পক্ষে স্লোগান দিতে থাকে। মিছিলটি মাত্র কিছু সময় স্থায়ী হয়, এর পর স্থানীয়রা তাদের ধাওয়া করে এবং মিছিলটি পণ্ড হয়ে যায়। মিছিলকারীদের ধাওয়া করে স্থানীয়রা তিন যুবলীগ কর্মীকে আটক করে। আটককৃতদের মধ্যে দুইজন আগে থেকেই জেলা বিএনপির অফিস ভাংচুর মামলার আসামি।

আটক হওয়া যুবকদের মধ্যে রয়েছেন, সদর উপজেলার ঘুনি গ্রামের রিপন হোসেন (২৫), বসুন্দিয়ার গাইদগাছী গ্রামের আশরাফুল ইসলাম (২৮), এবং পদ্ববিলা গ্রামের সবুজ হোসেন (২৭)। তাদেরকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট আকরাম হোসেন স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, মিছিলকারীরা অস্ত্র, বোমা এবং দেশীয় অস্ত্রসহ এলাকায় ত্রাস সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল। তবে, অভিযোগটি এখনও মামলা হিসেবে রেকর্ড হয়নি।

কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সোমবার সন্ধ্যায় রামনগর কানাইতলা এলাকায় যুবলীগের কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন। স্থানীয়দের প্রতিরোধে তারা দিকবেদিক ছুটে পালানোর চেষ্টা করলেও তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, আটককৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে, এবং আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছে।

অ্যাডভোকেট আকরাম হোসেনের দাবি অনুযায়ী, অভিযোগটি এখনও রেকর্ড হয়নি, তবে থানা কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

আরো পড়ুন

সর্বশেষ