আইজকের পর থেকে আমাকে দেশনায়ক বলবেন না
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, আজকের পর থেকে তার নামের সঙ্গে “দেশনায়ক” বা “রাষ্ট্রনায়ক” ব্যবহার না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি” শীর্ষক কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। কর্মশালায় তিনি দলের ভবিষ্যৎ পরিকল্পনা, ৩১ দফা কর্মসূচি এবং কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
তিনি জানান, ৩১ দফা হলো বিএনপির ভবিষ্যৎ দেশ পরিচালনার রূপরেখা। এ কর্মসূচি প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্রাম পর্যায়ে উঠান বৈঠকের মাধ্যমে ৩১ দফার ধারণা ছড়িয়ে দিতে হবে।
নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর
তারেক রহমান বলেন, “দেশে গার্মেন্টস এবং রেমিট্যান্স শিল্পের বাইরে নতুন কর্মসংস্থানের সেক্টর তৈরির প্রচুর সম্ভাবনা রয়েছে। আমরা আউটসোর্সিং খাতে আরও মানুষকে যুক্ত করতে সরকারিভাবে উৎসাহিত করব। তবে রাতারাতি সবকিছু সম্ভব নয়, ধীরে ধীরে সমস্যাগুলোর সমাধান করতে হবে।”
ভোটের অধিকার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান
তিনি আরও বলেন, “রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হলে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যার যা খুশি করার দিন শেষ। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই এ জবাবদিহিতা তৈরি হবে।”
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং ঢাকা বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরা।

