রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ফ্লোরিডার নিজ বাসভবন মার-এ-লাগো থেকে ট্রাম্প পুতিনকে ফোন করে ইউক্রেন যুদ্ধে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানান। তবে যুক্তরাষ্ট্র বা ইউক্রেনের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।
ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, ট্রাম্প পুতিনকে ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং এ বিষয়ে তার চিন্তাভাবনা স্মরণ করিয়ে দেন। এ ছাড়াও, ট্রাম্প ইউক্রেন যুদ্ধ সমাধানে ভবিষ্যতে আরও আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন।
এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনালাপে যুক্ত হন ট্রাম্প। সেই আলাপের সময় মার্কিন ধনকুবের ইলন মাস্কও উপস্থিত ছিলেন। জেলেনস্কি এই ফোনালাপকে “চমৎকার” আখ্যা দিয়ে বলেছেন, তিনি এবং ট্রাম্প ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন।
উল্লেখ্য, ট্রাম্প নির্বাচনি প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ক্ষমতায় গেলে তিনি দ্রুত ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। তারই ধারাবাহিকতায় হয়তো পুতিনের সঙ্গে এই ফোনালাপ হয়েছে। তবে এই আলোচনার মাধ্যমে প্রকৃতপক্ষে যুদ্ধ কবে বন্ধ হবে, সেটাই এখন দেখার বিষয়।

