ছেলের হাতে মা খুন

আরো পড়ুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় উম্মে সালমা খাতুনকে হত্যার পর তার ১৯ বছর বয়সী ছেলে সাদ বিন আজিজুর রহমান মৃতদেহটি ডিপ ফ্রিজে রেখেছিল বলে জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার (১২ নভেম্বর) র‌্যাবের বগুড়া ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য প্রকাশ করেন র‌্যাবের কম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।

তিনি জানান, হাত খরচের টাকা নিয়ে প্রায়ই সাদের সঙ্গে তার মা উম্মে সালমা খাতুনের ঝগড়া হতো। ঘটনার দিন টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সাদ মাকে হত্যা করে এবং ঘটনা আড়াল করতে ডাকাতির প্রচার চালানোর চেষ্টা করে। র‌্যাবের তথ্যমতে, সাদ মাদকাসক্ত ছিল এবং তার একাধিক পরকীয়া সম্পর্কও ছিল।

নিহত উম্মে সালমা খাতুন দুপচাঁচিয়া ডিএস (দারুস সুন্নাহ) কামিল মাদরাসার উপাধ্যক্ষ আজিজুর রহমানের স্ত্রী এবং তিন সন্তানের মা। তিনি ও তার স্বামী তাদের ছোট ছেলে সাদকে নিয়ে নিজেদের বাড়ি ‘আজিজিয়া মঞ্জিল’-এর তৃতীয় তলায় বসবাস করতেন।

র‌্যাব জানিয়েছে, সাদকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের বড় ছেলে নাজমুস সাকিব অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ