মেহেরপুরের জামায়াত নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন

আরো পড়ুন

মেহেরপুরে অনুষ্ঠিত জেলা জামায়াতের ‘রুকন সম্মেলন ২০২৪’ এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও অঞ্চল পরিচালক মোবারক হোসেন বলেছেন, দেশের অন্যান্য জেলার তুলনায় মেহেরপুরের জামায়াত নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। তিনি উল্লেখ করেন যে, তারা কখনো বাড়িতে, কখনো মাঠে, আবার কখনো জেলে থেকেছেন, তবে এই নির্যাতনের মাত্রা সবচেয়ে বেশি ছিল নারী কর্মীদের উপর।

মঙ্গলবার মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে মোবারক হোসেন আরও বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলাম দেশের মানুষের আস্থা অর্জন করেছে। তিনি দাবি করেন, জামায়াতই একমাত্র দল যারা দুর্নীতি ও শোষণমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। মোবারক হোসেন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জামায়াতের দেওয়া ১০ দফা সংস্কার করে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা উচিত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মোবারক হোসেন বলেন, “আপনি যখন পালিয়ে গেছেন, তখন আর ফেরার সুযোগ নেই। দেশে ফিরে ধ্বংসাত্মক রাজনীতি চালানোর সুযোগ পাবেন না। ছাত্র-জনতার আন্দোলনের চাপে আপনি দেশ ছেড়েছেন, যা ইতিহাসে বিরল।”

এ সম্মেলনে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. তাজউদ্দিন খান এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি ইকবাল হোসেন। এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস এবং মেহেরপুর জেলার নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম।

আরো পড়ুন

সর্বশেষ