শেখ মুজিবের ছবি সরানোর কারণ জানালেন উপদেষ্টা মাহফুজ আলম

আরো পড়ুন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন যে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কারণে। বুধবার ফেসবুকে প্রকাশিত একটি পোস্টে তিনি বলেছেন, শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনা তাদের শাসন পদ্ধতির জন্য জনগণের মধ্যে তীব্র অসন্তোষের মুখে পড়েছেন।

মাহফুজ আলম তার পোস্টে উল্লেখ করেছেন, শেখ মুজিব পূর্ব বাংলার মানুষের মাঝে জনপ্রিয় নেতা ছিলেন, যা তার কন্যার ছিল না। পাকিস্তানি শাসনের বিরুদ্ধে তিনি জনগণের সমর্থন পেলেও একাত্তরের পর তিনি একধরনের অত্যাচারী শাসক হয়ে ওঠেন। তিনি আরও জানান, শেখ মুজিবের ১৯৭৫ সালে মৃত্যুর পর জনগণ তার প্রতি সহানুভূতি দেখায়নি।

পোস্টে আলম উল্লেখ করেন যে শেখ মুজিবের প্রতি সম্মান প্রদর্শনের শর্ত হলো একাত্তরের পর তার শাসনামলের সময় সংঘটিত গণহত্যা, দুর্নীতি, দুর্ভিক্ষ, এবং বাকশালের প্রতিষ্ঠার জন্য তার দল ও পরিবারের ক্ষমা প্রার্থনা। তিনি আরও দাবি করেন যে, শেখ হাসিনার শাসনকেও ফ্যাসিবাদী বলে উল্লেখ করে ক্ষমা চাওয়া উচিত এবং শেখ পরিবারের বন্দনা বন্ধ হওয়া উচিত।

মাহফুজ আলম বলেন, জনগণের অনুভূতির প্রতিফলন হিসেবে সরকারি অফিস থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ