যশোরে ডেঙ্গু আক্রান্ত ছাড়ালো হাজার

আরো পড়ুন

যশোরে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে, কারণ এডিস মশার মাধ্যমে সৃষ্ট ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০১১ জনে। এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩ জন, এবং জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬২ জন।

সিভিল সার্জন অফিসের প্রতিবেদন অনুযায়ী, সদরে ৪ জন, অভয়নগর ও বাঘারপাড়ায় ১২ জন, চৌগাছা ও মণিরামপুরে ৬ জন এবং কেশবপুরে ১ জন নতুনভাবে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ৯৪১ জন সুস্থ হয়েছেন। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে মনিরামপুরের লাউড়ী গ্রামের মার্জিয়া, ঝিকরগাছার হাজের আলী গ্রামের শাহিদা বেগম, এবং চৌগাছার শালা গ্রামের আব্দুল হান্নান উল্লেখযোগ্য।

সিভিল সার্জন ডা. মো. মাহমুদুল হাসান এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নাজমুস সাদিক জানিয়েছেন, স্থানীয়ভাবে আক্রান্তের সংখ্যা উদ্বেগের বিষয় হলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে বলে মনে করছেন তারা।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ