মণিরামপুর পূরবী সিনেমা হলে জমজমাট দেহ ব্যবসা

আরো পড়ুন

যশোরের মণিরামপুরের পূরবী সিনেমা হলে মাদক এবং দেহ ব্যবসা চলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কেশবপুর-চুকনগর সড়কের এই সিনেমা হলটি মাদক ও অবৈধ দেহ ব্যবসার কেন্দ্রস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এলাকাবাসী প্রতিবাদ করলেও, প্রভাবশালীদের চাপে তারা নিরুৎসাহিত হয়ে পড়েন।

পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে কিছু মাদক কারবারি কমলেও, পূরবী সিনেমা হলের ভেতরে এখনো মাদক ও যৌন ব্যবসা চলছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় যুবকদের একাংশ এই অবৈধ কাজে জড়িয়ে পড়ছে এবং এতে এলাকায় উদ্বেগ বাড়ছে। এলাকাবাসী অভিযোগ করেন, সিনেমা হলের মালিক বাপ্পী দীর্ঘদিন ধরে এই কারবার চালিয়ে যাচ্ছেন। আরও অভিযোগ রয়েছে, কিছু অসাধু পুলিশ সদস্য নিয়মিত এই অবৈধ ব্যবসা থেকে অর্থ আদায় করছেন।

সিনেমা হলের কয়েকজন নারী কর্মীও সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন যে, হলের ম্যানেজার নিমাই ও দালাল মহাদেবের সহযোগিতায় তারা এই ব্যবসায় যুক্ত হয়েছেন। মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জানিয়েছেন, বিষয়টি তার জানা ছিল না এবং তিনি ওসিকে ব্যবস্থা নিতে নির্দেশ দেবেন।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ