যশোরে কুয়েত প্রবাসী হত্যার ঘটনায় তিনজনকে আটক

আরো পড়ুন

যশোরে কুয়েত প্রবাসী মেহের আলী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতদের কাছ থেকে ৪ রাউন্ড গুলি, হত্যায় ব্যবহৃত পালসার মোটরসাইকেল, একটি ওয়াকিটকি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের মধ্যে আছেন তারেক হোসেন (২২), সাজ্জাদ হোসেন (২১) এবং রিয়াজ উদ্দিন (২৩)। তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম জানান, গত ৯ আগস্ট রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মেহের আলীকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় তার বাবা অভিযোগ করলে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের হয়। দীর্ঘ তদন্তের পর ১১ নভেম্বর নাটোর সিংড়া এলাকায় অভিযানে তারেক হোসেনকে গ্রেপ্তার করা হয়, তার স্বীকারোক্তির ভিত্তিতে সাজ্জাদ এবং রিয়াজ উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, প্রবাসী শহর আলী ও তার ছেলে হাসানের সঙ্গে বিরোধের জেরে মেহের আলী তাদের হুমকি দিয়েছিলেন, যা থেকে হত্যার পরিকল্পনা তৈরি হয়। তারেক এক লাখ টাকার বিনিময়ে ভাড়া কিলার আকাশ ও সাজ্জাদকে হত্যার জন্য নিয়োগ দেন। রিয়াজ ও রকির সহায়তায় মেহের আলীকে গুলি করে হত্যা করা হয়। আকাশ ও রকি আগেই গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ