মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যা চুয়াডাঙ্গায়

আরো পড়ুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামে একটি মেহেগনি গাছের বাগানে সবুজ (২৩) নামে এক যুবককে মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত সবুজ বাদেমাজু গ্রামের জয়নাল ব্যাপারীর ছেলে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় সবুজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর রাতে তার মায়ের সঙ্গে মোবাইলে কথা হলেও পরে ফোনটি বন্ধ পাওয়া যায়। বুধবার সকালে স্থানীয় লোকজন সবুজের দগ্ধ মরদেহ ও মোটরসাইকেল দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়েছে, এবং হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জানান, তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ