যশোরের ঝিকরগাছায় ১০ বছর বয়সী শিশু সাদিয়া খাতুনকে সোনার কানের দুলের লোভে হত্যা করার অভিযোগে চম্পা খাতুন নামে এক নারীকে আটক করেছে পুলিশ। চম্পা খাতুন মাদকাসক্ত ছিলেন এবং ধারণা করা হচ্ছে, এই মাদকাসক্তির প্রভাবেই তিনি এমন ভয়াবহ কাজটি ঘটিয়েছেন।
মঙ্গলবার সকালে সাদিয়া নিখোঁজ হলে, তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। পরিবারের সন্দেহ ছিল চম্পা খাতুনের ওপর। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ চম্পাকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী হারুন অর রশিদের বাগান থেকে সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি বাবলুর রহমান জানান, চম্পা মাদকাসক্ত ছিলেন এবং তার পরিবারও এ তথ্য নিশ্চিত করেছে।
জাগো/মেহেদী

