জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে যশোরে মানববন্ধন

আরো পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. এএসএম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে যশোরে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধনে যশোর জেলার ২৬টি কলেজের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন যশোর জেলা কমিটির সভাপতি প্রভাষক তরিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দীন।

বক্তারা ৩৫শ’ নন-এমপিও অনার্স-মাস্টার্স শিক্ষককে এমপিওভুক্ত করার দাবি জানিয়ে বলেন, গত ৩২ বছর ধরে ৪৯৫টি বেসরকারি কলেজের এই শিক্ষকরা বেতন-ভাতার অভাবে মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষক নেতা প্রভাষক শরিফুল ইসলাম বলেন, এই বৈষম্য দূর করতে এবং শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বক্তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএসএম আমানুল্লাহকে হত্যার হুমকির তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন। তারা জানান, উপাচার্য ইতোমধ্যে শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, যা কিছু মহল মেনে নিতে পারছে না। গত ৪ নভেম্বর তাকে ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে, যা শিক্ষক সমাজকে মর্মাহত করেছে।

মানববন্ধন শেষে শিক্ষকরা যশোর জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে তাদের দাবিসমূহ পৌঁছানোর জন্য একটি স্মারকলিপি প্রদান করেন।

আরো পড়ুন

সর্বশেষ