যশোরে রাতের যাত্রীবাহী বাসের যাত্রীদের ছিনতাই করা চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে, শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ঝুমঝুমপুর চান্দের মোড়ের শরিফুল ইসলামের দুই ছেলে, তাসনিম ইসলাম বর্ষণ (২৩) ও নীল ইসলাম প্লাবন (১৯)।
ডিবি পুলিশের এসআই আবু হাসান জানান, চাঁচড়া চেকপোস্টে দায়িত্ব পালনকালে তিনজনকে একটি অ্যাপাচি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পুলিশ দেখে একজন দৌড়ে পালিয়ে যায়, আর দুই ভাইকে আটক করা হয়। প্লাবনের দেহ তল্লাশি করে একটি চাকু উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, পালিয়ে যাওয়া ব্যক্তির খোঁজে বেজপাড়া এলাকায় অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। আটককৃতরা রাতে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়িয়ে যাত্রীদের টার্গেট করে ছিনতাই করত। বর্ষণের বিরুদ্ধে এর আগে মাদক ও দ্রুত বিচার আইনে দুটি মামলা রয়েছে।

