যশোর জেনারেল হাসপাতালে টেন্ডার সংক্রান্ত ঘটনায় তত্ত্বাবধায়ককে লাঞ্ছিত করার জন্য যুবদল নেতা হাবিবুল্লাহকে বহিষ্কার করা হয়েছে এবং বিএনপি নেতা একে শরফুদ্দৌলা ছোটলুকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা জেলা বিএনপির কাছে নিন্দনীয় ও অগ্রহণযোগ্য মনে হয়েছে। বিএনপি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দাবি করেছে যে, এই ঘটনার সঙ্গে দলের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।
বিএনপি আরও বলেছে, ব্যক্তিগত ব্যবসায়িক বা ঠিকাদারি কাজে কেউ অনৈতিক সুবিধা নিতে চাইলে তাকে দলের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আওতাভুক্ত করা হবে। ঘটনার সঙ্গে জড়িত যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহকে বহিষ্কার করা হয়েছে এবং ঘটনাস্থলে উপস্থিতির জন্য জেলা বিএনপির সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলুকে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তে প্রমাণ পাওয়া গেলে দল আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
বিএনপি জানায়, বিগত সরকারের টেন্ডারবাজি ও দখলবাজির কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বিএনপি এরকম কার্যক্রমকে কোনোভাবেই সমর্থন করে না এবং এর সঙ্গে কোনো সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

