উগান্ডার উত্তরাঞ্চলের লামো জেলার একটি চার্চে প্রার্থনার সময় বজ্রপাতের শিকার হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৩৪ জন আহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, বিকেল পাঁচটার দিকে বৃষ্টির মধ্যে প্রার্থনার জন্য চার্চে জড়ো হন অনেক মানুষ। প্রায় আধা ঘণ্টা পর সাড়ে পাঁচটার দিকে আকস্মিক বজ্রপাতের ফলে বহু লোক হতাহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনাটি দক্ষিণ সুদানের সীমান্তের কাছাকাছি উগান্ডার লামো জেলার পালাবেক শরণার্থী ক্যাম্পে ঘটেছে, যেখানে প্রায় ৮০ হাজার দক্ষিণ সুদানী শরণার্থী বাস করেন। ধারণা করা হচ্ছে, নিহত ও আহতরা সকলেই এই শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।
উল্লেখ্য, আফ্রিকার সেন্ট্রাল বেল্টে বজ্রপাত একটি সাধারণ ঘটনা, যা প্রতি বছর অনেক মানুষের প্রাণ কেড়ে নেয়। ২০২০ সালে উগান্ডার উত্তর-পশ্চিমাঞ্চলে বজ্রপাতে ১০ শিশুর মৃত্যু ঘটে, এবং ২০২১ সালে একটি স্কুলে বজ্রপাতে ১৮ শিক্ষার্থী ও তাদের এক শিক্ষকের মৃত্যু হয়।

