ভারতের উত্তরাখণ্ডের রামনগরের কাছে একটি বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৬ জনে। সোমবার উত্তরাখণ্ড রাজ্যের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দীপক রাওয়াত এই তথ্য নিশ্চিত করেছেন। গুরুতর আহত তিনজনকে হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসটি গারোয়াল থেকে কুমায়ুনের পথে মারচুলার কাছে ২০০ ফিট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই পুলিশ ও জেলা বিপর্যয় মোকাবেলা বাহিনী উদ্ধারকাজ শুরু করে। সরকারি উদ্ধারকারী দলগুলো যে ছবিগুলো প্রকাশ করেছে, তাতে বাসের সামনের অংশ পুরোপুরি ধ্বংস হয়ে খাদে পড়ে থাকা অবস্থায় দেখা গেছে। স্বেচ্ছাসেবকরাও আহতদের উদ্ধারকাজে সাহায্য করছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি জানিয়েছেন, জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজের নির্দেশ দেওয়া হয়েছে এবং ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে চার লাখ টাকা ও আহতদের এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

