বাড়ি-ঘরে আগুন, জীবন বাঁচাতে দেশ ছেড়েছে চৌগাছা ছাত্রলীগ নেতা

আরো পড়ুন

যশোরের চৌগাছা উপজেলা ছাত্রলীগের সদস্য মো. আলী কদর’র বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ রাজনৈতিক দল। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নে রাস্তায় হাজার হাজার মানুষের বিজয় মিছিল নামে। এসব বিজয় মিছিল থেকে হাকিমপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে ছাত্রলীগের সদস্য মো. আলী কদর’র বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ চালায়। জীবন রক্ষা করতে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে মো. আলী কদর।

এদিকে, এ বিষয়ে চৌগাছা থানায় গত ২০ আগস্ট জি.ডি করা হয়েছে। জি.ডি নং- ৩৯১। মো. আলী কদর প্রতিবেদককে জানান, আমরা দুই ভাই ও এক বোন। আমার মা হাকিমপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য এবং উপজেলা আওয়ামী মহিলালীগের নেত্রী। এবং আমার বড় ভাই হজরত আলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক। আমার পরিবার আওয়ামী লীগ রাজনীতি করার কারণে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি-জামায়ত লোকজন বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। এতে বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। জীবন রক্ষার্থে আমার বড় ভাই ভারতে পালিয়ে গেছে। আমার মা হাকিমপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা. ফাতেমা খাতুন বোনে জাহানারা বেগম’র বাড়িতে পালিয়ে গেছে। আর আমি ইউরোপের উদ্দেশ্য পালিয়ে গেছি। আর আমার স্ত্রী ঊমি বাপের বাড়িতে চলে গেছে।

এক প্রেশ্নের জবাবে তিনি আরও বলেন, আমি ও আমার ভাই বাংলাদেশে থাকলে যে কোন মুহুর্তে হত্যা বা গুম হতে পারে। জীবন রক্ষার্থে আমি ইউরোপের উদ্দেশ্য পালিয়ে গেছি। আর আমার ভাই ভারতে পালিয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান বলেন, ছাত্রলীগের সদস্য মো. আলী কদর’র বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনায় থানায় জি.ডি হয়েছে। জি.ডি নং ৩৯১।

আরো পড়ুন

সর্বশেষ