সুপারি নিয়ে ঝগড়া: ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু

আরো পড়ুন

নোয়াখালী সদর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের মারধরে চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে দাদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবু ছায়েদ (৭০) দাদপুর ইউনিয়নের আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য ছিলেন।

নিহতের শালা এবং নোয়ান্নই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম জানান, আবু ছায়েদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার ভাতিজাদের সঙ্গে বিরোধ চলছিল। ঘটনার দিন তিনি সুপারি গাছ থেকে সুপারি পাড়তে গেলে ভাতিজা হাসান ও হোসেন বাধা দেয়। এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয় এবং ভাতিজারা আবু ছায়েদকে মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনরা অভিযুক্ত হাসানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

সুধারাম থানার ওসি কামরুল ইসলাম জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃতদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে, এবং ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জাগো/নোয়াখালী প্রতিনিধি(রনি)

আরো পড়ুন

সর্বশেষ