জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আরো পড়ুন

জামালপুরের ইসলামপুরে স্ত্রী তিথি বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আহসান হাবিবকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় দেন। এছাড়াও আহসান হাবিবকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ মো. এনায়েত হোসেন জানান, ২০১৯ সালে আহসান হাবিবের সঙ্গে তিথি বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর থেকে তিনি ও তার পরিবার যৌতুকের জন্য তিথি বেগমকে শারীরিকভাবে নির্যাতন করতেন। ২০২২ সালের ১২ এপ্রিল রাতে যৌতুকের জন্য মারধরের এক পর্যায়ে আহসান হাবিব তিথির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

নিহতের মামা আব্বাস আলী ফারাজী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে অপরাধ স্বীকার করেন আহসান হাবিব। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ