গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ৫ লিটার চোলাই মদ ও ১শ লিটার জাওয়া (মদ তৈরির উপকরণ) জব্দ করেছে।
স্থানীয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানিয়েছেন, অভিযানের ফলে গ্রেফতারকৃত তিনজনকে গাজীপুর আদালতে হাজির করা হয় এবং সেখানে তাদের বিরুদ্ধে মাদক মামলায় প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রঞ্জন দাস (২৮), জনি চন্দ্র দাস (২৩), এবং মো. আরিফ (৫০) রয়েছে।
অভিযানটি বুধবার রাতে ঈশ্বপুর গ্রামের একটি পরিত্যক্ত মুরগির খামারে পরিচালিত হয়, যেখানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌঁছায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের কার্যক্রম প্রশংসনীয় এবং এটি সমাজে মাদক বিরোধী চেতনা সৃষ্টিতে সহায়ক হবে।

