সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামা পূজা উদযাপিত

আরো পড়ুন

আজ বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামা পূজা উদযাপিত হচ্ছে। যশোরে এই পূজাকে ঘিরে আলোকসজ্জা ও উৎসবের আমেজ কয়েকদিন ধরে চলবে। দুর্গা পূজা শেষ হওয়ার পর থেকেই শুরু হয় শ্যামা পূজার প্রস্তুতি। এবারও যশোরে বিভিন্ন মণ্ডপে বর্ণাঢ্য আলোকসজ্জা, থিমভিত্তিক মণ্ডপ, এবং তোরণ নির্মাণের মাধ্যমে উদযাপনের জন্য পুরোপুরি প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে পূজা আয়োজকরা নিজেদের মণ্ডপগুলোতে বিশেষ বার্তা এবং ভিন্নধর্মী আয়োজনের উপস্থাপন করতে চেষ্টা করছেন।

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেবী শ্যামার পৃথিবীতে আগমন হয়, যা অজ্ঞানতা ও নিরাশার অন্ধকার দূরীভূত করে শুভশক্তির বিজয় এনে দেয়। বুধবার রাতে চতুর্দশী তিথিতে ঘরে ঘরে প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে দীপাবলী উদযাপিত হয়। এটি সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হলেও আলোকের উজ্জ্বলতায় সকলের হৃদয় আলোড়িত করে।

এই উৎসবকে ঘিরে ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনমেলায় পরিণত হয় মন্দির ও মণ্ডপগুলো। যশোরের বিভিন্ন মণ্ডপে ব্যতিক্রমী আয়োজন ও থিমভিত্তিক সাজসজ্জার শেষ পর্যায়ের কাজ চলছে। মূলত বেজপাড়ার মণ্ডপে দর্শনার্থীদের সবচেয়ে বেশি আগ্রহ থাকে, যেখানে দূর-দূরান্ত থেকে ভক্তরা অংশ নিতে আসেন। এছাড়া দীপাবলী উপলক্ষে যশোর সরকারি এমএম কলেজ প্রাঙ্গণে সনাতন বিদ্যার্থী সংসদ সহস্র প্রদীপ প্রজ্জ্বলন করে আলোক উৎসব উদযাপন করবে।

আরো পড়ুন

সর্বশেষ