নড়াইলের তুলারামপুর ইউনিয়নে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) নড়াইল সদর থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।
মঙ্গলবার গভীর রাতে বেতেঙ্গা ও তুলারাপুর গ্রামে গরু চোর সন্দেহে স্থানীয়রা তিনজনকে গণধোলাই দেয়। পরদিন বুধবার সকালে নড়াইল-ঢাকা-বেনাপোল মহাসড়কের পাশ থেকে বগুড়ার নুরুন্নবী মোল্যা, নড়াইলের দুলাল এবং জান্নাতুল শেখের লাশ উদ্ধার করা হয়।
সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়রা রাত জেগে পাহারা দিচ্ছিল। মঙ্গলবার রাত ৩টার পর বেতেঙ্গা গ্রামের এক গৃহস্থের গোয়ালঘরে চোর ঢুকলে মসজিদের মাইকে এলাকাবাসীকে ডাকা হয়। উপস্থিত জনতা তিনজনকে ধরে গণধোলাই দেয়, যাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানিয়েছেন, হত্যার ঘটনায় অজ্ঞাতনামা বিপুল সংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে, তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
জাগো/মেহেদী

