বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

আরো পড়ুন

আজ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ভারতে দীপাবলি (কালীপূজা) উপলক্ষে সরকারি ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল কাস্টমস হাউজ এবং বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে, এবং দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও নিয়মিত চলছে।

সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানিয়েছেন যে, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমস বুধবার বিকাল থেকেই তাদের কার্যক্রম বন্ধ রেখেছে এবং এ বিষয়ে বাংলাদেশকে চিঠির মাধ্যমে অবহিত করেছে।

আগামীকাল শুক্রবার, ১ নভেম্বর, সাপ্তাহিক ছুটির পর শনিবার, ২ নভেম্বর সকাল থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ