রাজবাড়ী থেকে ছিনতাইকৃত ২৩৩ বস্তা চিনি বোঝাই একটি ট্রাক যশোরে উদ্ধার করা হয়েছে এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চিনি বিক্রির নগদ দুই লাখ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—শামীম রেজা (৩৪), নাজিম খান (৩৮), আলমগীর হোসেন (৩৩), ট্রাকচালক আবুল বাশার (৩০), এবং বাবু মিয়া (২৫)। পুলিশ জানায়, ২৫ অক্টোবর রাতে রাজবাড়ীর খানখানাপুর এলাকায় একটি চক্র ট্রাকটি থামিয়ে ছিনতাই করে এবং ট্রাকের শ্রমিককে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে মহাসড়কের পাশে ফেলে যায়।
এই ঘটনায় জননী ফুড কোম্পানির জেনারেল ম্যানেজার তানজিল ইসলাম রাজবাড়ী থানায় একটি মামলা করেন। ২৮ অক্টোবর রাতভর অভিযানে রাজবাড়ী ও যশোরের বিভিন্ন থানা পুলিশ ছিনতাইকৃত ২৩৩ বস্তা চিনি, ট্রাক এবং বিক্রির টাকা উদ্ধার করে।
জাগো/মেহেদী

