বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ২৮ জন সাংবাদিকের ব্যাংক হিসাব তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি পাঠিয়েছে। তথ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠি পাওয়ার পর বিএফআইইউ এই পদক্ষেপ নিয়েছে। চিঠিতে এই সাংবাদিকদের ব্যাংক হিসাব, লকার, সঞ্চয়পত্র, ক্রেডিট কার্ড এবং অন্যান্য আর্থিক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।
এই ২৮ জন সাংবাদিকের মধ্যে বেশ কয়েকজন দেশের বিখ্যাত সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, যার মধ্যে আছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, ডিবিসি নিউজের জায়েদুল হাসান পিন্টু, এবিনিউজ২৪-এর সুভাষ সিংহ রায়, এবং কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। যশোরের পাঁচ জন সাংবাদিকও এই তালিকায় রয়েছেন—ফারাজী আজমল হোসেন, শ্যামল সরকার, মধুসূদন মণ্ডল, রাহুল রাহা, ও সুভাষ সিংহ রায়।
এই তদন্তের কারণ সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য জানা যায়নি, তবে এটি গণমাধ্যমে বিভিন্ন পর্যবেক্ষণের জন্ম দিয়েছে।
জাগো/মেহেদী

