ঝিনাইদহ-২ আসনে গণ অধিকার পরিষদের রাশেদ খানকে সহযোগিতা করতে নির্দেশ বিএনপির

আরো পড়ুন

বিএনপি দলীয় নেতা-কর্মীদের ঝিনাইদহ-২ আসনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে জনসংযোগ ও সাংগঠনিক কাজে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে। এই নির্দেশনা ২২ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে দেওয়া হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নেতা-কর্মীদের মাঝে রাশেদ খানের ধানের শীষের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন ও কিছু ক্ষোভ তৈরি হয়েছে।

জেলা বিএনপি নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে তৃণমূলে কাজ করেছেন এবং তাঁদের ধারণা ছিল, স্থানীয় পরীক্ষিত নেতাদের মধ্য থেকেই মনোনয়ন দেওয়া হবে। যদিও বিএনপির নেতারা স্পষ্ট করেছেন, এই চিঠি শুধুমাত্র রাশেদ খানের রাজনৈতিক কর্মকাণ্ডে সহায়তার নির্দেশনা এবং এটি কোনো নির্বাচনী মনোনয়নের চিঠি নয়।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী এবং যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম এ বিষয়ে বলেন, চিঠিটি সহযোগিতার নির্দেশনা এবং নির্বাচনসংক্রান্ত নয়। জেলা বিএনপি সভাপতি এম এ মজিদও জানান, এতে বিভ্রান্তির কিছু নেই এবং কেন্দ্রীয় নেতাদের প্রতি তাঁদের আস্থা রয়েছে, যে তারা সঠিক প্রার্থী বাছাই করবেন।

আরো পড়ুন

সর্বশেষ