যশোরে বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও দুইজন আটক

আরো পড়ুন

যশোর জেলা বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আরও দুইজনকে আটক করেছে। সোমবার গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন যশোর সদর উপজেলার বানিয়ারগাতী গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে রেজাউল ইসলাম এবং পাগলাদাহ গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মিরাজ হোসেন। জানা গেছে, তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান জানিয়েছেন, আটক দুইজনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে আওয়ামী লীগের একটি মিছিল থেকে যশোর জেলা বিএনপি অফিসে হামলা চালানো হয়। হামলাকারীরা অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল লুট করে। এ ঘটনায় জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এম এ গফুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ