ভিডিওকলে কথা বলতে বলতে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

আরো পড়ুন

কুমিল্লার লালমাই উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় নববধূ খাদিজা আক্তার উর্মি (১৬) এবং তার ওমানপ্রবাসী প্রেমিক সাফায়েত হোসেন ভিডিওকলে কথা বলতে বলতে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে, তবে বিষয়টি জানাজানি হয় রোববার রাতে। উর্মি চৌয়ারা বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন, আর সাফায়েত একই উপজেলার জয়নগর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানান, গত ১৪ অক্টোবর উর্মির বিয়ে হয় রং মিস্ত্রি আরিফুর রহমানের সঙ্গে। বিয়ের ১৩ দিনের মাথায় উর্মি তার প্রবাসী প্রেমিক সাফায়েতকে ভিডিওকলে রেখে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। পরে খবর পাওয়া যায়, একই সময়ে সাফায়েতও ওমানে আত্মহত্যা করেছেন। দুজনের কাছ থেকেই পাওয়া চিরকুটে তারা একসঙ্গে দাফনের ইচ্ছা প্রকাশ করেছেন।

উর্মি চিরকুটে লিখেন, “চাইছিলাম দুজনে একসঙ্গে বেঁচে থাকতে। বাঁচতে দিল না।… ওরে ছাড়া বাঁচতে পারব না।” অন্যদিকে সাফায়েত তার চিরকুটে উর্মির পরিবারের প্রতি অভিযোগ এনে মৃত্যুর দায় তাদের উপর আরোপ করেন। উর্মির মা জানান, প্রবাসী প্রেমিকের কারণে তার মেয়ে এমন কাজ করেছে, যদিও মেয়ের স্বামীর বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই।

সাফায়েতের বাবা আবদুল খালেক বাল্যবিয়েকে দায়ী করে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ উর্মির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং তার ভাই থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ