আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে – আইন উপদেষ্টা

আরো পড়ুন

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ঘোষণা করেছেন যে, নির্বাচনমুখী যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সাথে বৈঠক শেষে সচিবালয়ে তিনি এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন যে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠন সম্পন্ন হয়েছে এবং প্রজ্ঞাপনও শিগগিরই জারি হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ করা হবে। আসিফ নজরুল বলেন, “আমরা কোনো ভুয়া নির্বাচন করব না। এইবারের নির্বাচন হবে স্বচ্ছ এবং নিরপেক্ষ।”

আওয়ামী লীগের নেত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিদেশে বসে সন্ত্রাসী হুমকি দেওয়া হচ্ছে, যা অগ্রহণযোগ্য। তিনি বলেন, “জুলাইয়ের গণহত্যার বিচার আইনগতভাবে করা হবে, প্রতিশোধ নয়।”

এছাড়া, মানবাধিকার কমিশনের হাইকমিশনারের সাথে আলোচনা প্রসঙ্গে তিনি জানান, প্রধান অপরাধ ট্রাইব্যুনাল এবং মৃত্যুদণ্ড বিধান সম্পর্কিত বিষয়গুলোতে আলোচনা হয়েছে, তবে ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন হওয়ার আগেই এটি পরিবর্তনের সম্ভাবনা নেই বলে তিনি মন্তব্য করেছেন।

window.__oai_logHTML?window.__oai_logHTML():window.__oai_SSR_HTML=window.__oai_SSR_HTML||Date.now();requestAnimationFrame((function(){window.__oai_logTTI?window.__oai_logTTI():window.__oai_SSR_TTI=window.__oai_SSR_TTI||Date.now()}))

আরো পড়ুন

সর্বশেষ