মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে মদের বোতলে পেট্রোল ভরে এ হামলা চালানো হয়। বাবুল হোসেন যশোর সরকারি মহিলা কলেজের আইটি শিক্ষক। তবে তিনি এই বিষয়ে গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে চাননি।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর কোতোয়ালি থানা ও চাঁদপাড়া ফাঁড়ির পুলিশ সদস্যরা। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন জানিয়েছেন, হয়তো দুর্বৃত্তরা আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এই বোমা হামলা চালিয়েছে, তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
জাগো/মেহেদী