নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বসুপটি এলাকায় ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাসের ধাক্কায় হারেজ মোল্যা (৭২) নামে এক সাইকেল চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত হারেজ মোল্যা কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের বাসিন্দা। এলাকাবাসীর তথ্য অনুযায়ী, হারেজ মোল্যা সাইকেল চালিয়ে বাড়ি থেকে এড়েন্দার হাটে যাচ্ছিলেন। পথে নড়াইল থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেস বাসটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান এবং তার সাইকেলটি ভেঙে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়কে ব্যারিকেড দিলে প্রায় এক ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে, যার ফলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়।
জাগো/মেহেদী

