যশোর জেলা আইনজীবী সহকারী সমিতির ২০২৫-২০২৬ সালের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, যা আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। রোববার বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ।
সমিতির সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং ৩১ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৪ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং ৫ নভেম্বর যাচাই-বাছাই শেষে ১২ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। ১৪ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচনটি ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৮টা পর্যন্ত সমিতির নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র সদস্য আব্দুল মোমিন, এবং সদস্য হিসেবে থাকবেন শওকত আলী ও আনোয়ার হোসেন। এবারের নির্বাচনে ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে সভাপতি, সহসভাপতি (দুজন), সাধারণ সম্পাদক, সহকারী সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, হিসাবরক্ষক, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক, এবং সদস্য তিনটি পদ।