যশোরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আরো পড়ুন

যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক কৃষকদের সহায়তায় বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২৪-২০২৫ মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার সকালে সদর উপজেলার ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কৃষকদের মধ্যে গম, ভুট্টা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর এবং খেসারীর বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন সমবায় কর্মকর্তা রনজিৎ কুমার দাস। স্বাগত বক্তব্য প্রদান করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা একরামুল হক।

আরো পড়ুন

সর্বশেষ